সুকণ্ঠী গায়িকা ইসমত আরা ইভা। গলা ছেড়ে যখন গাইতে শুরু করেন, তখন শ্রোতাদের হৃদয়ে নেমে আসে শীতল অনুভব। সেই অনুভবে ভাসাতে আবারও নতুন গান নিয়ে আসছেন তিনি। আসন্ন ঈদেই প্রকাশিত হবে এটি।

গানের শিরোনাম ‘বুকের গভীরে’। ঈদ আয়োজনের অংশ হিসেবে জি সিরিজের ব্যানারে ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।

‘বুকের যত গভীরে থাকে এই মন, তারও গভীরে তোমারই আসন’ এমন কথায় সাজানো গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা। সুরও দিয়েছেন তিনি। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ।

নতুন গান নিয়ে ইসমত আরা ইভা বলেন, ‘মৌলিক গানের প্রতি সবসময় একটি আলাদা তাড়না কাজ করে। অনেকদিন পর নিজের পছন্দমত একটি ভালো কথা ও সুরের গান করলাম। এতে শ্রোতারা আমার গায়কীর স্বকীয়তা পাবেন। জি সিরিজ পরিবারের কাছে কৃতজ্ঞ তারা এত সুন্দর একটি গান আমার কণ্ঠে প্রকাশ করছেন।’

অন্যদিকে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘নিজের মূর্তি নিজের হাতে ভাঙা বেশ কষ্টকর, প্রায় অসাধ্য। এবার আমি এই কাজে নেমেছি। এর আগে আমি যেসব গান লিখেছি, সুর করেছি, সবগুলোই আধ্যাত্মিক-সুফি-ফোক ঘরানার। তবে এবার করেছি মানবিক প্রেমের গান। ইভার কণ্ঠে গানটি পূর্ণতা পেয়েছে। আশা করি শ্রোতারা মুগ্ধ হবেন।’

কেআই/আরআইজে