বলিউড অভিনেতা অক্ষয় কুমার দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কিছুদিন পরেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথা ছিল।

সপ্তাহের শুরুতেই জানা গিয়েছিল, এবারের কান চলচ্চিত্র উৎসবে অক্ষয়, এআর রহমান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা ও তামান্না ভাটিয়াসহ আরও অনেকেই অংশ নেবেন। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়।

২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনার কবলে পড়েছিলেন অক্ষয়। সব সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে। এ পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, ‘আপনাদের সবার শুভেচ্ছা আর ভালবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তাছাড়া, আমি ভালই আছি।

এর পরে ‘পৃথ্বীরাজ’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। বিপরীতে মানুষী চিল্লার।

ওএফ