আরমান খান

বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’, মমতাজের ‘নান্টু ঘটক’সহ বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার ও সংগীতায়োজক আরমান খান। তার পিতা আলম খান দেশের কিংবদন্তি সুরকার। চাচা আজম খান ছিলেন ব্যান্ড সংগীতের অন্যতম পথ প্রদর্শক।

সেই আরমান খান কিনা গত ১০ বছর ধরে নতুন কোনো গান করেননি! আবারও সুরের ভুবনে ফিরছেন তিনি। তৈরি করেছেন নতুন গান ‘বন্ধু’। এটি গেয়েছেন তিনি নিজেই। এবারই প্রথম গান গাইলেন আরমান। এটির কথা, সুর এবং সংগীতায়োজনও তারই। ফেসবুকে গানটির পোস্টারও প্রকাশ করেছেন তিনি।

‘বন্ধু’ গানটির পোস্টার

আগামী ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ইউটিউবে জি সিরিজ মিউজিক চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে। গানটির রিদম প্রোগ্রামিং, সাউন্ড ডিজাইনিং ও মাস্টারিং করেছেন আরমানেরই ছোট ভাই আদনান খান।

‘ঢাকা পোস্ট’কে আরমান খান বলেন, ‘এতদিন ইচ্ছে করেনি তাই গান করিনি। এছাড়া অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্ত গানের মানুষ গান থেকে দূরে থাকাটা কঠিন। এবার নিজেই গাইলাম। পেশাদারভাবে আর গান করার ইচ্ছে নেই। তবে মন চাইলে করবো।’

ছোট ভাই আদনান খানের সঙ্গে আরমান খান 

আরমান খান হোটেল গ্র্যান্ড সুলতানের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন কয়েক বছর ধরে। এছাড়া খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরআইজে