রাজা মাস্তানের ভয়ে পালাচ্ছে মানুষ!
‘রাজা মাস্তান’ টেলিছবিতে মোশাররফ করিম
হাতে পিস্তল, লুঙ্গি কোমরে গিঁট দেওয়া। ভয়ে মানুষ পালাচ্ছে। রামদা-দেশি অস্ত্র হাতে পেছন থেকে আরও কয়েকজন সঙ্গ দিচ্ছে। এরা সবাই রাজা মাস্তানের লোক। কে এই ‘রাজা মাস্তান’? দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিছবির গল্পটি এমনই।
টেলিছবির নামও রাখা হয়েছে ‘রাজা মাস্তান’। এতে প্রধান চরিত্রে হাজির হয়েছেন মোশাররফ। অপর কেন্দ্রীয় চরিত্রে আছেন সালহা খানম নাদিয়া। এছাড়াও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শাহজাহান কবির, সামিয়া মিতু, সুজন খান, দিলীপ গোমেজ, আফজাল মজুমদার, এইচ এম নূর, আলী পারভেজ প্রমুখ।
বিজ্ঞাপন
গাজীপুর শালনাতে ইতোমধ্যে টেলিছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। রচনা ও পরিচালনায় মাসুদ আল জাবের। পরিচালক বলেন, ‘বর্তমান সময়ে দর্শক নতুন ও ব্যতিক্রম কিছু দেখতে চায়। সেই ভাবনা থেকেই গল্পটি সাজিয়েছি। এতে দুর্দান্ত অভিনয় করেছেন মোশাররফ করিম।’
আগামী ২৭ ফেব্রুয়ারি টেলিছবিটি দেখানো হবে মাছরাঙা টিভিতে। পরদিন এটি উন্মুক্ত করা হবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। টেলিছবিটির প্রযোজক ফাহিম ইসলাম।
বিজ্ঞাপন
আরআইজে