দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী এম আই মিঠু ও পারশা মাহজাবীন পূর্ণি এক হলেন একটি গানে। যার শিরোনাম ‘ডুব সাঁতারু’। গানটির কথা লিখেছেন লালন লোহানি। নাজির মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

আগামী ১৬ আগস্ট অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা মিউজিকের ব্যানারে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে।

গানটি নিয়ে এম আই মিঠু বলেন, ‘করোনা বিপর্যয়ের আগে বেশ কিছু গান করেছিলাম। তবে সামাজিক পরিস্থিতি ও পেশাগত ব্যস্ততার কারণে এতদিন গানগুলো প্রকাশ করা হয়ে উঠেনি। এবার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এই গানটি শ্রোতাদের পছন্দ হবে বলেই আমার বিশ্বাস।’

উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত হয় এম আই মিঠুর প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন আকাশ’। ২০১৭ সালে আসে তার দ্বিতীয় একক ‘স্বপ্নের সাইকেল’। সব মিলিয়ে তিনি প্রায় ২০০টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে বেশ পরিচিত নাম পারশা মাহজাবীন পূর্ণি। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।

আরআইজে