সংগীতপ্রেমী মানুষ শুভাশীষ ভৌমিক। ২০১৯ সালের জুলাইতে ছেলে ঋতুরাজ ভৌমিককে নিয়ে ‘বাপ কা বেটা’ নামে ব্যান্ড গড়েন তিনি। একই নামে ফেসবুকে একটি পেজও খোলেন। এরপর সেই পেজ থেকে বাপ-বেটা মিলে বেশ কিছু গান প্রকাশ করেছেন। গানগুলোর বেশির ভাগই কুড়িয়েছে কুড়ায় প্রশংসা।

সেই ‘বাপ কা বেটা’র ৮ বছরের বেটা ঋতুরাজ ভৌমিক গত একুশে বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘গুডউইল ফ্যাক্টরি’ নামে তার লেখা শিশুতোষ বইটি দারুণ সাড়াও পেলে। শুধু তাই নয় বই কেনার জনপ্রিয় অনলাইন শপ রকমারি ডটকমের উদ্যোগে আয়োজিত ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’-এ ছোটদের ফিকশন ক্যাটাগরিতে ‘গুডউইল ফ্যাক্টরি’র জন্য বেস্টসেলার লেখক অ্যাওয়ার্ড জেতেন ঋতুরাজ ভৌমিক।

‘বাপ কা বেটা’ ভক্তদের জন্য সুখবর হলো আবারও বই লিখেছেন খুদে লেখক ঋতুরাজ। ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঋতুরাজের বাবা।

শুভাশীষ ভৌমিক বলেন, ‘একটা ভালো খবর শেয়ার করি। তিনি (ঋতুরাজ) তার দ্বিতীয় বইয়ের লেখার কাজ শেষ করেছেন। গত একমাস তার স্কুলের গ্রীষ্মকালীন ছুটি ছিলো এবং এই সময়টা তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন।’

এক অনুষ্ঠানে বাবা শুভাশীষ ভৌমিকের সঙ্গে ঋতুরাজ ভৌমিক

ছেলের নতুন বই নিয়ে নিয়ে তার ভাষ্য, ‘গত বইটি ছিলো বাচ্চাদের মূল্যবোধের উপর ১০টি মোরাল স্টোরি। এবারের বইতে, পৃথিবীকে আরও সুন্দর করে মানুষের বসবাসযোগ্য করতে বাচ্চাদের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে ৭ টি মোরাল স্টোরি থাকবে। আগের বইয়ের সিরিজ বলা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আমরা বইটি হাতে পাবো।’

তিনি আরও জানান, ‘যথারীতি, এবারও আমরা আমাদের অর্জিত সকল আয় সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার কাজে ব্যয় করবো এবং ওদের সাথে একসাথে বইয়ের মোড়ক উন্মোচন করবো।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস থ্রিতে পড়ছে ঋতুরাজ ভৌমিক। এরইমধ্যে সামাজিক মাধ্যমের বেশ জনপ্রিয় মুখ সে।

আরআইজে