কদিন আগেই ইতিহাস গড়ে ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো ফুটবলে নারীদের এই অর্জনের আনন্দ ছড়িয়ে যায় সারা দেশে। বিশেষ করে ট্রফি নিয়ে ঢাকায় ফিরে ছাদখোলা বাসে নারীদের বিজয় উদযাপনের সেই দৃশ্য ছুঁয়ে গেছে কোটি বাঙালিকে। নারীদের ঐতিহাসিক সেই বিজয় উৎসব যেন আজো চলছে।

এরইমধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’তে গিয়ে নারী ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সঙ্গে তিনি ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-জয়ের কেক কেটেছেন। আনন্দ ভাগাভাগি করেছেন। প্রাণ খুলে হেসেছেন, আবার আবেগ ছড়িয়ে জড়িয়ে ধরেছেন।

নারী ফুটবলারদের সঙ্গে কেক কাটছেন ভাবনা

এসব মুহূতের ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন ভাবনা। ছবিগুলোর ক্যাপশনে তিনি বলেছেন, ‘আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা—এর সবকিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। কত বড় বড় বাধার প্রাচীর দুমড়েমুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে। ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের কত দিকের, কত প্রতিবন্ধকতা পার হতে হয়, সে ব্যাপারও কারও অজানা নয়। রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনাজগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না। আমরা এখনো সেই মানসিকতার বিরুদ্ধে জয়ী হতে পারিনি।’

নারীদের এই অর্জনকে বিশাল সম্মান বলেও উল্লেখ করে ভাবনা। তার ভাষায়, ‘এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে এনেছেন বিশাল সম্মান। আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরবো তাদের, বলবো চিৎকার করে একসাথে-দাবায় রাখতে পারবা না।’

নারীদের নিয়ে কেক কাটার মুহূর্তেও বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তি ‘দাবায় রাখতে পারবা না’ কোরাস কণ্ঠে উচ্চারণ করেন ভাবনা।

দুই নারী ফুটবলারদের সঙ্গে ভাবনা

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে ভাবনা বলেন, ‘নারী ফুটবলারদের এই বিজয়ে আমি কতটা আনন্দিত হয়েছি বলে বোঝাতে পারবো না। এতদিন তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ সকালে সেই সুন্দর সময়টা এসেছে। তাদের সঙ্গে অনেক দামি সময় পার করেছি। তাদের কাছ থেকে অনেক শক্তি নিয়ে বাসায় ফিরেছি। তাদের সঙ্গে কথা বলে আরও ভালোভাবে বুঝতে পেরেছি আমাদের নারীরা কতটা এগিয়ে গেছে।’

নারীরা এখন পুরুষের চেয়েও এগিয়ে গেছে জানিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমাদের নারীরা এখন পুরুষের চেয়েও এগিয়ে গেছে। তারপরও আমরা তাদের উপযুক্ত সম্মান দিতে কার্পন্য করি। সমাজের উচিত নিজেদের দৃষ্টিভঙ্গি বদলিয়ে নারীদের যথাযথ সম্মান করা। তবেই নারীরা আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।’

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে দেশে পা রাখেন নারীরা।  

আরআইজে