চিত্রনায়িকা জয়া আহসান বর্তমানে ব্যস্ত আছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশে তার শেষ সিনেমা ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অভিনয়ের পাশাপাশি এর প্রযোজকও ছিলেন তিনি।

‘দেবী’র পর বাংলাদেশের নতুন কোনো কাজে পাওয়া যায়নি তাকে। ভক্তদের সেই অপেক্ষা শেষ হচ্ছে এবার। প্রিয় তারকাকে আবারও দেখা যাবে দেশের সিনেমায়। 

জয়া আহসান

১৯ মার্চ মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘অলাতচক্র’। বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা এটি। ২ মার্চ (সোমবার) প্রকাশ্যে এসেছে এর অফিশিয়াল পোস্টার। যেখানে আয়নায় দেখা যাচ্ছে জয়ার বিষণ্ণ মুখ। শিগগিরই সিনেমাটির টিজার মুক্তি পাবে বলে জানা যায়।

‘অলাতচক্র’ পরিচালনা করেছেন হাবিবুর রহমান। আহমদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে নির্মিত এই সিনেমা। যেখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র দানিয়েল ও তায়েবা। 

‘অলাতচক্র’ সিনেমার পোস্টার

জয়া আহসানকে দেখা যাবে তায়েবা চরিত্রে। এছাড়া দানিয়েল চরিত্রে অভিনয় করেছেন আহমেদর রুবেল। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম,  শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরি প্রমুখ।

২০২০ সালের শুরুতে শেষ হয়েছে ‘অলাতচক্র’র শুটিং। এরপর করোনা কারণে আটকে যায় পোস্ট প্রোডাকশনের কাজ। পরবর্তীতে সেই কাজ শেষ করে ডিসেম্বরে সেন্সর ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি।

এমআরএম