২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি। শনিবার (৮ অক্টোবর) সফলভাবে সিনেমা প্রদর্শনের ১৮ বছর অতিক্রম করেছে সিনেপ্লেক্সটি।

এ উপলক্ষে এদিন সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান একসঙ্গে ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন।

তিনি বলেন, ‌“বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই ‘ন ডরাই’ সিনেমাটি নির্মাণ করেছি এবং দারুণভাবে সফল হয়েছি। আফসোস, এরপরই মহামারির কবলে পড়ি। আমাদের হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম।”

আরও পড়ুন : ভালো ছেলে নয়, ভালো সিনেমা চাই 

নতুন ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে মাহবুব রহমান বলেন, ‘আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এ শুভদিনে জানাতে চাই, আমরা ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্ট চলছে। আশা করছি আসছে বছরে অন্তত ৩টি সিনেমা আপনাদের উপহার দিতে পারবো। কারণ, বাংলা সিনেমার এ হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।”

অনুষ্ঠান মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দামাল’ টিম (রায়হান রাফী, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহস মীম, রাশেদ মামুন অপু প্রমুখ) উপস্থিত ছিল। আরও ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ আজমেরী হক বাঁধন, ‘ন ডরাই’ সুনেরাহ বিনতে কামাল, ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরী, ‘অপারেশন সুন্দরবনের নায়ক রোশান, নির্মাতা দীপংকর দীপন, সাইমন সাদিক প্রমুখ।

আরও পড়ুন : সালমান শাহ : চলচ্চিত্রের স্টাইলিশ আইকন 

এর আগে স্টার সিনেপ্লেক্স ‘ন ডরাই’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিল। সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬টি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। 

প্রসঙ্গত, বসুন্ধরা সিটি ছাড়াও ধানমন্ডির সীমান্ত স্কয়ার, মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

আরআইজে