‘মেঘে ভাসা দিন’ নিয়ে আসছেন মিনার
এই সময়ের জনপ্রিয় গায়ক মিনার রহমান। ‘ঝুম’, ‘আহারে’, ‘কারণে অকারণে’, ‘দেয়ালে দেয়ালে’, ‘কেউ কথা রাখেনি’সহ আরও বেশ কিছু গানের মাধ্যমে শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে গত ৬ মাস ধরে তিনি নতুন গান প্রকাশ করছিলেন না।
এবার নতুন গান নিয়ে আসছেন মিনার। যার শিরোনাম ‘মেঘে ভাসা দিন’। ‘হোক কিছু বোঝাবুঝি ভুল, হোক কিছু বোঝাবুঝি ঠিক/তারপরও যদি চলে যাই, তুমি আর আমি দুজনে দুদিক’-এমন কথায় গানটি লেখার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।
বিজ্ঞাপন
আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির সুর ও সংগীত করেছেন মিনার রহমান নিজেই।
গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা ও সাভারের ফিল্মভ্যালিতে। ভিডিওতে মডেল হয়েছেন, নাজিমউদ্দিন তামুর এবং পাপড়ি পায়েল।
বিজ্ঞাপন
আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর), সন্ধ্যা ৭টায় ইউটিউবে এ জেড মাল্টিমিডিয়া চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।
আরআইজে