মঞ্চে উঠল ইতিহাসের অগ্নিসন্তান
`ইতিহাসের অগ্নিসন্তান' নাটকের দৃশ্য
মঞ্চে উঠল ইতিহাস নির্ভর নাটক ‘ইতিহাসের অগ্নিসন্তান’। বুধবার (৩মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মূল মঞ্চে নাটকটি মঞ্চায়ন হয়। এটি পরিবেশনা করে নাট্যকলা বিভাগ।
স্থানীয় নাট্যকার শাহ আলমের লেখা পাণ্ডলিপিতে নাটকটি নির্দেশনা দিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক জহিরুল ইসলাম মৃধা । ৪০ মিনিট দৈর্ঘ্যের নাটকটিতে অভিনয় করেছেন ৮ মঞ্চ অভিনেতা। এছাড়াও সেট ডিজাইন, আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীতে কাজ করছেন আরও তিনজন। নাটকটির মূল গঠন নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন মাঝহারুল তোকদার বাঁধন ও কামরুজ্জামান তপু।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে নির্দেশক জহিরুল ইসলাম মৃধার বলেন, ‘নাটকে ইতিহাসের চরিত্রগুলোকে তুলে এনেছি নতুন করে। এখানে আছেন মীর জাফর, নবাব সিরাজ, শেখ মুজিব, খন্দকার মোশতাক, আজাদ সবাই এসেছেন। মৃত্যুর পর আলোচনা করেছেন তাদের ভুল নিয়ে, উপলব্ধি নিয়ে। আশা করি নাটকটি দেখে সবাই নতুন কিছু শিখতে পেরেছেন।’
নাট্যকার শাহ আলম মিয়া বলেন, ‘আমাদের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া কিংবা মানুষের মনে স্থান করে নেওয়া বেশ কিছু চরিত্র রয়েছে। এগুলোকে সামনে দাঁড় করালে কেমন হয়? এই চিন্তা থেকেই নাটকটি লেখা। এছাড়া নাটকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিষয়টি আমার জন্য আনন্দের।
বিজ্ঞাপন
এমআরএম