অনেকদিন কোনো আলোচনায় নেই পপ তারকা মিলা। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের শিরোনামে আসেন তিনি। কিন্তু ভক্তরা মিলার নতুন গান পাননি দীর্ঘদিন। সেই অপেক্ষা শেষ হলো। আজ প্রকাশ পাচ্ছে মিলার নতুন গান ‘আইস্যালা’। 

গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন মিলা নিজেই। আজ জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে গানটি। দীর্ঘ বিরতি দিয়ে শ্রোতাদের মাঝে ফেরেন মিলা। তাই নতুন গানের প্রচারণা নিয়ে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। 

ক্লাব ঘরানার গান ‘আইস্যালা’। তাই দেশের সব ডিজে’কে গানটি উৎসর্গ করেছেন মিলা। আর মিউজিক ভিডিওটি জমকালো ও মর্ডান ধাঁচে করা হয়েছে। 

এটি একটি ক্লাব ঘরানার গান। তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সমস্ত ডিজে’কে এই গান উৎসর্গ করেছেন মিলা।

দেশের জনপ্রিয় ডিজেদের নিয়ে ফেসবুক লাইভ করবেন মিলা। দেশের বাইরে থেকেও অনেকে যোগ দিবেন এই লাইভে। ২৪ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে লাইভে আসবেন তারা। প্রত্যেকে নিজেদের স্টাইলে মিক্সিং করে গানটি শোনাবেন। ডিজেদের মধ্যে থাকবেন ডিজে রাহাত, ডিজে প্রিন্স, ডিজে সনিকা, ডিজে একেএস, ডিজে রেক্স, ডিজে ওয়াহি, ডিজে জুডো, ডিজে তন্ময়সহ অনেকে।