অ্যাকশন সাসপেন্স থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলো। আগামী রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যেতে হয়। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম খণ্ড মুক্তির পরই ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হবে। 

ঢাকা অ্যাটাক টিমের পরবর্তী প্রজেক্ট মিশন এক্সট্রিম। সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চে। ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে তিন ধাপে সিনেমাটির দুই খন্ডের শুটিং সম্পন্ন হয়। 

মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দু’টি খণ্ড
নির্মাণ করেছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘অনেকটা সময় পারি দিয়ে আমরা আবার হলমুখি হচ্ছে দর্শক এটি চলচ্চিত্রের দর্শক। আমার ধারণা ‘মিশন এক্সট্রিম’ ঈদে মুক্তির মাধ্যমে দর্শকরা আরো হলমুখি হবেন।  চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।’

সিনেমাটির প্রথম পর্বে আরো অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ জাকের, সুদীপ বিশ্বাস, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী প্রমুখ।