৯৫তম অস্কার অনুষ্ঠানে নাট্টু-নাট্টু গানে নৃত্য পরিবেশন করা হয়। এই পারফরম্যান্সের আগে দীপিকা পাড়ুকোন মঞ্চে এসে এই গানের কথা মানুষকে জানান। 

দীপিকা বলেন, সারা বিশ্বের মানুষ নাট্টু-নাট্টু গানে নাচছে। আপনি যদি এখনও এই গানটি সম্পর্কে না জানেন তবে আপনি এই পারফরম্যান্সের পরে জানতে পারবেন। 

তিনি বলেন, অস্কারের জন্য মনোনীত হওয়া ভারতীয় প্রযোজনায় এটিই প্রথম গান।

এদিকে দীপিকা পাড়ুকোনের অস্কার লুকেরও প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

একজন ভারতীয় হিসেবে অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোনের উপস্থিতিকে অনেকেই গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

অস্কারে নাট্টু-নাট্টু নৃত্য পরিবেশনাও বেশ পছন্দ হয়েছে উপস্থিত মানুষের। পরিবেশনা শেষ হলে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেন।

এনএফ