বলিউড ছবি ‘বাধাই হো’-এর চিত্রনাট্য যেন বাস্তবে ধরা দিলো। ৪৭ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিলেন ২৩ বছর বয়সী অভিনেত্রীর মা। বিষয়টি নিয়ে মোটেও লজ্জিত নন মালায়ালাম অভিনেত্রী আর্য পার্বতী। বরং কবে ছোট বোনের মুখে ‘দিদি’ ডাক শুনবেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাধাই হো’ ছবির প্রেক্ষাপট ছিল এমন, বিয়ের বয়সী ছেলে নকুলের বিয়ের কথাবার্তা চলছে। দু’দিন বাদেই ঘরে পা রাখবেন নতুন বউমা। এর মধ্যেই খবর আসে ছেলের মা প্রিয়ম্বদা অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রিয়ম্বদাসহ পুরো পরিবার। প্রথম প্রথম বিরোধিতা করলেও পরে সবাই প্রিয়ম্বদার পাশে দাঁড়ান।

বাস্তবেও একই ঘটনার অবতারণা ঘটল। তবে মোটেও অপ্রস্তুত কিংবা লজ্জিত নন আর্য পার্বতী। তার কথায়, ‘এতে লজ্জার কীই বা আছে!’ এই পরিস্থিতিতে মায়ের পাশেই দাঁড়িয়েছেন অভিনেত্রী।

গত সপ্তাহেই আর্যর বোনের জন্ম হয়। অভিনেত্রী বলেন, ‘আমি যখন মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনলাম, তখন একটু অবাক হয়েছিলাম। তবে এটা ভেবে নয় যে, ২৩ বছর বয়সে আমার খেলার সাথী আসছে। বরং এটা ভেবে যে, এই ঘটনা তো আমাদের গোটা পরিবারের কাছেই একটা বিস্ময়ের মতো। অনেকের ধারণা এই ঘটনায় হয়তো লজ্জা পাব। তবে আমি একেবারেই লজ্জিত নই, লজ্জা পাওয়ার বিষয় নয় এটা।’

চিকিৎসক আগেই বলে দিয়েছিলেন তার মা আর কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। অভিনেত্রীর ভাষায়, ‘আম্মার ঋতুচক্র বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বয়সজনিত কারণেই এটা হয়েছে। এদিকে চিকিৎসকও বলে দিয়েছিলেন, তিনি কখনো মা হতে পারবেন না। তাই গর্ভাবস্থার কথা মাথাতেই আসেনি।’

তবে প্রথমবার মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তার। অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই ভাইবোনের সঙ্গ চাইতাম। যদিও প্রথমে মা-বাবা ভেবেছিলেন, আমি হয়তো রেগে যাব। কিন্তু আমার প্রতিক্রিয়া ছিল ভিন্ন। মাকে জড়িয়ে কেঁদে ফেলি। এত বছর পর খেলার সঙ্গী পেয়েছি, তাই লজ্জা পাচ্ছি না।’

নতুন অতিথির আগমনে বেশ উচ্ছ্বসিত আর্য। তিনি বলেন, ‘গত সপ্তাহেই আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, ছোট্ট বোন। অপেক্ষা করে আছি, কবে ও দিদি বলে ডাকবে। লোকজন বয়সের পার্থক্যের কারণে বিষয়টা অদ্ভুত ভাবছেন, কিন্তু সত্যিই কি এটা কোনো বড় বিষয়? এখন সুন্দর সময় কাটছে, এতদিন জানতামও না ও আমাদের জীবনে আসবে! কিন্তু ও এসেছে। কীভাবে ওর থেকে দূরে থাকতে পারি!’

প্রসঙ্গত, টেলিভিশন সিরিয়াল ‘চেম্পাত্তু’-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন আর্য পার্বতী। শেষবার তাকে দেখা গেছে এমএমটিভির ‘ইলায়াবাল গায়ত্রী’ ধারাবাহিকে।