উন্মুক্ত হলো তিন তারার আলো
ইমরান-পায়েল ও পনি চাকমা
চ্যানেল আই আয়োজিত ‘গানের রাজা’ প্রতিযোগিতার গত আসরের সেরা পাঁচ প্রতিযোগীর একজন রাঙামাটির মেয়ে পনি চাকমা। আজ মঙ্গলবার (২৩ মার্চ) প্রকাশিত হলো এই গায়িকার প্রথম মৌলিক গান ‘আলো’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সেই প্রতিযোগিতারই বিচারক ইমরান মাহমুদুল। গানটির সুর-সংগীতায়োজনও করেছেন সময়ের জনপ্রিয় এই গায়ক।
‘আমি জানি আমায় তুমি বাসবে ভালো/আমি জানি আমার ঘরে আসবে আলো’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। বান্দরবান এবং শৈলপ্রপাতের মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানটির ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান-পনির পাশাপাশি এতে মডেল হয়েছেন কেয়া পায়েল।
বিজ্ঞাপন
সিএমভির ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত হওয়ার পর থেকে এটির প্রশংসা করছেন তিন শিল্পীর ভক্তরা। অনেকেই ‘আলো’ গানের ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছেন এতে দুই কণ্ঠশিল্পী এবং মডেলের অভিনয় রসায়ন তাদের ভালো লেগেছে।
ইমরান বলেন, ‘গানের রাজার আরও কয়েকজন শিল্পীর মতো পনির গানটিও আমি নিজ উদ্যোগে করেছি। প্রকাশের পর থেকেই গান-ভিডিওটির জন্য ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকেই কমেন্ট করে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন। আশা করি গানটি খুব ভালো একটা জায়গায় যাবে।’
বিজ্ঞাপন
আরআইজে/এমএমজে