টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয়েছিল ‘সাথী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। বলতে বলতে ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে এবার আবেগঘন টুইট করলেন জিৎ।

বাংলা সিনে ইন্ডাস্ট্রির উদ্দেশে লিখলেন, ‌‘তোমার সঙ্গে ২১ বছর পার করলাম। মনে হচ্ছে যেন, এই সবে শুরু। এখনো আমার মনে অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা রয়েছে। তবে উদ্দেশ্য একটাই- আপনাদের বিনোদন দেওয়া। যারা এই সফরে আমার সঙ্গ দিয়েছেন। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বরকেও।’

২০০২ সালের ১৪ জুন, হরনাথ চক্রবর্তীর হাত ধরে টলিউডে ‘বিজয়’ চরিত্রে আত্মপ্রকাশ। সেই ‘সাথী’ বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্সঅফিসে যে, আজও অন্যতম মাইলফলক হিসেবে রয়ে গিয়েছে তা অস্বীকার করার কোনো অবকাশই নেই। টানা ২৫ সপ্তাহ হাউজফুল শো উপহার দিয়েছিল ‘সাথী’। ফিল্মি কেরিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন জিৎ।

‘সাথী’র বিজয় থেকে টলিউডের ‘বস’ হয়ে উঠেছেন জিৎ। গত দুই দশকে ৫৫টি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে কুড়িটির বেশি ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টলি পর্দার ‘বস’। 

প্রসঙ্গত, সম্প্রতি জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ মুক্তি পেয়েছে সর্বভারতীয় স্তরে। বক্সঅফিসে ব্যবসাও করেছে। এরপরই স্ত্রী মোহন এবং মেয়ে নবন্যাকে নিয়ে বিদেশ ট্যুরে যান জিৎ। বর্তমানে ‘মানুষ’ ছবির কাজে ব্যস্ত। মঙ্গলবার আবার রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বুমেরাং’ নামে নতুন সিনেমার ঘোষণা করেন জিৎ। যেখানে টেলিপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমাকেও দেখা যাবে।

এমএ