মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’ ভারতে পুরস্কৃত হয়েছে। ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ এটি সেরা মিউজিক্যাল ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা রেমন্ড সালোমন। এর গানে কণ্ঠ দেন নাফিসা শামা।

রেমন্ড সালোমন অস্ট্রেলিয়ান ফিল্ম রেডিও অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন। তার নির্মিত ফিল্মটি ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ায় তিনি ভীষণ আনন্দিত।

৬ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্মটি গত বছরের আগস্ট ইউটিউবে মুক্তি দেওয়া হয়। রেমন্ড জানান, পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টির বেশি চলচ্চিত্র প্রদর্শনীতে ‘বাবা’ জমা দেওয়া হয়। সেখান থেকে এখন পর্যন্ত ১০টি সম্মাননা অর্জন করেছে।

মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’র দৃশ্য

এটি তৈরিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল হাসনাত মিল্টন। বাংলাদেশে বেড়ে ওঠা রেমন্ড ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। একসময় বাংলাদেশ বিমানবাহিনীতে বৈমানিক হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকে বেরিয়ে ২০০৩ সালে চলে যান অস্ট্রেলিয়া।

রেমন্ড বললেন, ’১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর তার বেঁচে যাওয়া সন্তানদের স্বজন হারানোর বেদনা অনুধাবন করার ক্ষমতা কারোরই নেই। আমার গল্পের মূল চরিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। আমার মনে প্রায়ই প্রশ্ন জাগত, এমন নিষ্ঠুরভাবে স্বজনদের হারিয়ে তারা কীভাবে বেঁচে আছেন? সেই গল্পই এখানে তুলে ধরার চেষ্টা করেছি।’

আরআইজে