ভারতের বিখ্যাত অভিনেত্রী অপর্ণা সেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আরেক বর্ষীয়ান অভিনেতা শংকর চক্রবর্তী।

শনিবার টলিউডের সহকর্মীদের কাছ থেকে অভিনেত্রীর অসুস্থতার খবর জানা যায়।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়, শংকর চক্রবর্তীকে নিজের অসুস্থতার কথা একটি মেসেজ করে জানিয়েছেন অপর্ণা। অভিনেত্রী জানিয়েছেন, বিগত বেশ কয়েক দিন ধরে জরে ভুগছেন তিনি। আপাতত বিশ্রামেই রয়েছেন তিনি।

এদিকে ২৫ বছরে পা দিয়েছে কলকাতার ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। শনিবার সেই রজতজয়ন্তি উপলক্ষে অ্যান্ডার্সন ক্লাবে যোগ দেওয়ারও কথা ছিল অপর্ণা সেনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বর্ষীয়ান অভিনেত্রী।

জানা যায়, শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। প্রসেনজি‍‍ৎ চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিত চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরাসহ অনুষ্ঠানে উপস্থিত তারকাদের তালিকা বেশ দীর্ঘ। 

এমজে