১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। তার পরের বছর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেছিলেন তখনকার জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরের কন্যা। যেখানে তার সঙ্গে হারমোনিয়াম হাতে সঙ্গত্ করেছিলেন প্রয়াত বরেণ্য সুরস্রষ্টা সত্য সাহা।

তিন যুগ পর বাবার কাছ থেকে সেই অনুষ্ঠানের একটি ছবি পেয়ে আবেগে আপ্লুত এই গায়িকা। ফেসবুকে ছবিটি পোস্ট করে সেই দিনটিতেই যেন ফিরে গেলেন আঁখি।

ছবিটির ক্যাপশনে আঁখি লেখেন, ‘১৯৮৫ সাল। ১৯৮৪ সালের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছি আমি। আমার কী সৌভাগ্য পাশে হারমোনিয়াম হাতে বরেণ্য সুরস্রষ্টা সত্য সাহা। তাঁর পাশেই তবলায় শ্রদ্ধেয় দেবু চৌধুরী।’

ছবিটি পাঠানোর জন্য বাবা চিত্রনায়ক আলমগীরকেও ধন্যবাদ দিতে ভুল করেননি আঁখি। এছাড়া সত্য সাহার পুত্র সুরকার ইমন সাহাকে ট্যাগ করে আঁখি লেখেন, ‘দেখো বন্ধু, এখন তুমি আমার বাবার ছবিতে সুর করো, আর আমি সেই কবে তোমার বাবার সুরে গান করেছি। আবার তোমার সুরেও গাই।’

আঁখির বন্ধু-শুভাকাঙক্ষীরা ছবিটির নিচে কমেন্ট করে তাকে শুভ কামনা জানান।

আরআইজে