সারাদেশের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের শোবিজ অঙ্গনও। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন এই মহামারিতে। এবার আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী তপন চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শিল্পী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

তপন চৌধুরী অনেক বছর ধরেই কানাডা প্রবাসী। করোনা মহামারিতে পরিবারসহ সবার সুরক্ষার কথা ভেবে তিনি সেখানেই অবস্থান করছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করার আমন্ত্রণ পেয়ে গত ৫ মার্চ তিনি দেশে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই অনুষ্ঠানে গান করতে দেওয়া হয়নি। উল্টো করোনায় আক্রান্ত হলেন!

‘ঢাকা পোস্ট’কে এসব তথ্য নিশ্চিত করে তপন চৌধুরী বলেন, ‘বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। বাসায় গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। আরও চিকিৎসা সামগ্রী যোগাড় করা হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করতে কানাডা থেকে এসেও শেষ পর্যন্ত গাইতে পারিনি। আমি নাকি তাদের সুবিবেচনায় ছিলাম না! এখন তো করোনায় আক্রান্ত হয়ে গেলাম। কানাডায় পরিবারের সবাই আমার জন্য চিন্তা করছে।’ 

আরআইজে