বিয়ের পরদিনই হাসপাতালে কেন, জানালেন পিয়া নিজেই
নতুন জীবনে পা রেখেছেন টালিউড অভিনেতা পরমব্রত। গত সোমবার (২৭ নভেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া চক্রবর্তী নামের এক সমাজকর্মীর সঙ্গে। তবে বিয়ের পরেরদিনই পিয়াকে ছুটতে হয় হাসপাতালে। শারীরিক অসুস্থতার জন্য অপারেশন পর্যন্ত করাতে হয়েছে তাকে।
ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে অপারেশন হয় পিয়ার। বিয়ের কিছুদিন আগেই কিডনিতে পাথর ধরা পড়ে তার। এ নিয়ে সামাজিক মাধ্যমে স্টেটাসও দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন বিয়েটা যাক পরে সময় বুঝে অপারেশন করে নিলেই হবে। কিন্তু বিয়ের রাতেই সে কষ্ট বাড়ায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বিজ্ঞাপন
এরপর বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দিনের ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করেন পিয়া। তার কয়েক ঘণ্টার পরের পোস্টেই জানান, তিনি বাড়ি ফিরে এসেছেন। ক্যাপশনে পিয়া লেখেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি এবং পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর অপেক্ষায় রয়েছি। অত্যন্ত কৃতজ্ঞ যে ভালবাসা ও উষ্ণতা পেয়েছি সকলের থেকে। সবশেষে ফরাসি ভাষায় লেখেন 'অনেক অনেক ধন্যবাদ'। আর এতে ভক্তরা তাকে অভয় দিয়ে শুভকামনা জানাতে ভোলেননি।
প্রসঙ্গত, টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় দাম্পত্য জীবনে পা রাখেন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে। বিয়ের আয়োজন করা হয় পরমের যোধুপুর পার্কের বাড়িতে। এদিন পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে।
বিজ্ঞাপন
পিএইচ