পাকিস্তানের দাতব্য সংস্থা ‘হেয়ার টু হেল্প’। যারা ক্যান্সারে আক্রান্ত নারীদের জন্য উইগ তৈরি ও সরবরাহ করে। এছাড়া সবার কাছ থেকে চুল অনুদানও নেয় এই সংস্থা। 

এবার ক্যান্সার আক্রান্ত নারীদের পাশে দাঁড়ালেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী শাহীফা জব্বার। এজন্য ‘হেয়ার টু হেল্প’ সংস্থাকে চুল দান করলেন তিনি। বিষয়টি নিজই সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে জানিয়েছেন। 

চুলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহীফা লিখেছেন, ‘জীবনকে পরিবর্তনের চিন্তা করছি। চুলও কেটে ফেললাম। যা হেয়ার টু হেল্প পাকিস্তানে দান করব। বিষয়টি শুধু চুল কাটা নয়, এটি নিজের শক্তিকে আরও বৃদ্ধি করা।’

শাহীফা জব্বার

চুল দান করার জন্য রমজান মাসকেই বেছে নিয়েছেন শাহীফা। অন্য সবাইকেও তিনি উৎসাহ দিচ্ছেন তাদের পাশে দাঁড়াতে। 

শাহীফা বলেন, ‘এটি শুদ্ধতা চর্চার মাস। তাই এই সময়কে আমি সঠিক সময় মনে করেছি চুল দান করার। চেষ্টা করেছি সাহায্য করার। যা আমি বিশ্বাস করি ‘

উল্লেখ্য, শাহীফা জব্বার পাকিস্তানের তরুণ জনপ্রিয় অভিনেত্রী। ‘তেরি মেরি কাহানি’ দিয়ে ছোট পর্দায় অভিষেক তার। এরপর তিনি ‘বেটি’ নাটক দিয়ে তুমুল প্রশংসা পেয়েছেন। 

এছাড়াও মডেলিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শাহীফা জব্বার।

এমআরএম