এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ‍জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে দেশে-প্রবাসে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩’-তে তার জেলে যাওয়া আজো মানতে পারেননি দর্শক!

অভিনয় আর নির্মাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নিয়ে থাকেন নোয়াখালীর সুনাইমুড়িতে জন্ম নেওয়া পলাশ। সম্প্রতি আত্মহত্যা প্রতিরোধে একটি ভিডিওবার্তা দিয়েছেন এই অভিনেতা। সেটি প্রকাশ পেয়েছে অ্যাথেনা টাইমস নামে একটি পেজে।

ভিডিওবার্তায় পলাশ বলেন, ‘হ্যালো সবাইকে। না, আজ আপনাদেরকে বিনোদিত করার জন্য আসিনি। আজ এসেছি একটা ব্যাপারে আপনাদেরকে সচেতন করার জন্য। যে ব্যাপারটি হয়তো বা অনেকের কাছে খুব বেশি জরুরি, আবার অনেকের কাছে খুব বেশি জরুরি না। যাদের কাছে জরুরি না, আমার এই মেজেসটি তাদের জন্য।’

তিনি বলেন, ‘আত্মহত্যা কখনোই মানুষের জীবনে সমাধান হতে পারে না। আপনি এত সুন্দর একটা পৃথিবীতে জন্মেছেন, এত সুন্দর করে আপনার বাবা-মা আপনাকে মানুষ করেছেন, কিন্তু দিনশেষে আপনি কোনো কারণ ছাড়া আত্মহত্যা করতেছেন। এটা কি সলিউশন? কেনো করছেন? ডিপ্রেশনের কারণে? কষ্ট পাওয়ার কারণে, কাউকে না পাওয়ার কারণে? তো এগুলোর তো সলিউশন আছে।’

অভিনেতা বলেন, ‘আজকে আমি জিয়াউল হক পলাশ। আমার জীবনে কী হেরে যাওয়ার গল্প ছিল না। আমার জীবনে কী ডিপ্রেশন ছিল না, আমার জীবনে কী না পাওয়ার গল্প ছিল না। তাই বলে কী আমি সব ছেড়েছুড়ে আত্মহত্যা করছি?’

আত্মহত্যা না করার আহ্বান জানিয়ে পলাশ বলেন, ‘আজকে যদি আমি আত্মহত্যা করতাম, আপনারা কী কখনো আমাকে দেখতে পেতেন? কখনো বিনোদিত হতেন আমার মাধ্যমে। ভাই এবং আপুরা পৃথিবীতে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। প্রত্যেকটা প্রবলেমের পেছনে সলিউশন আছে। প্লিজ, দয়া করে কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না।’

আরআইজে