চাঁদ রাতে প্রকাশ পেতে যাচ্ছে রেহান রাসুলের নতুন মিউজিকাল ফিল্ম ‘অন্যরকম খুন’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।

মিউজিকাল ফিল্মটি পরিচালনা করেছেন সেতু আরিফ। সিনেমা গ্যারেজের তত্ত্বাবধানে নির্মিত মিউজিকাল ফিল্মে রেহানের পাশাপাশি অভিনয় করেছেন নীরা।

রেহান রাসুল বলেন, ‘ঈদে আমার একমাত্র কাজ এই মিউজিকাল ফিল্ম। গানে আমার যে স্বাতন্ত্র্য তা শ্রোতারা এখানে খুঁজে পাবেন বলেই আমার বিশ্বাস।’

প্রকাশক ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন, ‘রেহান আমার পছন্দের শিল্পীদের একজন। এই গানটা আমাদের খুব প্রিয়। আশা করি এখন শ্রোতাদের প্রিয় গানের তালিকাতেও ঠাই করে নেবে গানটি।’

এই মিউজিকাল ফিল্মটি চাঁদ রাতে দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

আরআইজে