শিশুটিকে বাঁচাতে লাগবে ১৬ কোটি রুপি, সাহায্য চাইলেন স্বস্তিকা
ছোট্ট ছেলেটা। এই বয়সেই নাকে নল লাগানো। কথা বলার উপায় নেই। তবে চঞ্চল চোখ দু’টি দিয়েই যেন সব কথা বলে দিচ্ছে। বাকি কথা জানান দিচ্ছে সাদা কাগজে লেখা কিছু বার্তা। যার মাধ্যমে জানা গেছে, বিরল রোগে আক্রান্ত ছোট্ট আয়াংশ গুপ্ত। যদিও রোগটি কী তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে বেঁচে থাকতে গেলে জোলগেনসমা নামের ওষুধ প্রয়োজন তার। যার দাম ১৬ কোটি ভারতীয় টাকা।
ইতোমধ্যেই ১০ কোটি রুপি জোগাড় হয়েছে। কিন্তু ৬ কোটি এখনও বাকি। হাতে মাত্র ১ মাস সময়। এর মধ্যে এই টাকা জোগাড় না হলে প্রাণ হারাবে ছোট্ট শিশুটি। আয়াংশের ভিডিও শেয়ার করে মন খুলে অর্থ দান করার আবেদন জানালেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
বিজ্ঞাপন
করোনাকালে বেড, অক্সিজেন, রক্তদান নিয়ে একের পর এক পোস্ট করেছেন স্বস্তিকা। ছোট্ট আয়াংশের ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, “দয়া করে শিশুটিকে বাঁচান। মন খুলে দান করুন। মাত্র এক মাস সময় আছে হাতে। অনেক টাকার প্রয়োজন।”
টানা দুইমাস ধ্বংসযজ্ঞ চালানোর পর ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ মে) ভারতে করোনায় দৈনিক আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা বেশি ছিল।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় মারা গেছেন ৪ হাজার ৭৭ জন করোনা রোগী। শুক্রবার এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৭৯ জন। শনিবার ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। অন্যদিকে, একই দিন দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন।
এইচকে