‘একদিন জেলে যাব’, নিজের ভবিষ্যদ্বাণী করেছিলেন বিতর্কিত রণবীর!
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে ঝড় বইছে। ‘বিকৃত মানসিকতা’ বলে ইউটিউবারকে তিরস্কারও করেছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত গ্রেপ্তারি নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছেন আদালত। তবে বহু আগেই একবার বলেছিলেন, তাকে জেলে যেতে হবে। এবার অতীতের সেই কথাই যেন এখন মিলে যাওয়ার পথে!
সম্প্রতি রণবীরের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের সঙ্গে কথোপকথনে নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করতে শোনা যায় রণবীর এলাহাবাদিয়াকে। বীর তাকে উপদেশ দিচ্ছিলেন, ‘নিজের ভিতরের কৌতুক মানুষটাকে গুরুত্ব দিও। সেটা নিয়ে কখনও ভান করবে না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ কথার উত্তরে রণবীর বলেন, ‘আমার কৌতুকরস নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে অন্যের জন্যে সেটা চ্যালেঞ্জিং হতে পারে। আমার ভেতরের হাস্যরস নিয়ে আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি। তবে আমার সেন্স অফ হিউমর যদি প্রকৃতঅর্থে কেউ টের পান, তাহলে আমাকে একদিন জেলে যেতে হবে।’
বিজ্ঞাপন
অতঃপর নিজের এহেন মানসিকতার আবিষ্কার যে রণবীর আগেই করতে পেরেছিলেন, তা বেশ বোঝা যাচ্ছে। এদিকে শীর্ষ আদালতও শুনানিতে সে কথাই বলেছে যে ‘এটা ইউটিউবারের নোংরা মানসিকতার প্রতিফলন।’
ডিএ