ভিন্ন আয়োজনে ‘মাইন্ডফুল আইডিয়াস’
রাজধানীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ফোরএমটিভি ইউএসের আয়োজনে একটি বিশেষ সন্ধ্যা। চ্যানেলটির প্রযোজনায় ‘স্কুল অব সেরেনিটি’র নিবেদনে এই সন্ধ্যার নাম দেওয়া হয় ‘অ্যান ইভিনিং অব মাইন্ডফুল আইডিয়াস’।
এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন দেশের নামকরা সংগীতশিল্পী, নির্মাতা, মডেল, সাইকোলজিস্ট, ইয়োগা ট্রেইনার, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অটামনাল মুন, প্রিয়, শামীম হাসান, মুক্তাকী হাসিব, মাহফুজা মম প্রমুখ। উপস্থিত ছিলেন নির্মাতা তানিম রহমান অংশু, গীতিকার রবিউল ইসলাম জীবন, মডেল সাইরা জাহান, পুর্ণিমা বৃষ্টি, উপস্থাপক ইভান সাইরসহ অনেকে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ল্যাটিন ড্যান্স পরিচালনায় ছিলেন নাদিম্বো এবং ইয়োগা-মেডিটেশনে কুশল রয়। মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাকটিভ লিসেনিং পরিচালনা করেন ‘ওয়াক টু সেরেনিটি’র মেম্বার ফারিন দৌলা এবং সাইকোলজিস্ট ফাইজা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ফোরএমটিভি ইউএসের ক্রিয়েটিভ লিড তাহমিনা শৈলী।
ফোরএমটিভি ইউএসের এক্সিকিউটিভ প্রডিউসার মোঃ আরিফুল ইসলাম বলেন, “আমরা সাধারণ অনুষ্ঠানের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে জোর দিয়ে থাকি। ‘স্কুল অব সেরেনিটি’র এই উদ্যোগের মধ্যে ছিল হেলদি লাইফ স্টাইল ও ওয়েল বিং এর জন্য হালকা সংগীত, থেরাপিউটিক্যাল ড্যান্স, ইয়োগা, মেডিটেশন, মানসিক স্বাস্থ্য শিক্ষা, নিরাপদ বন্ধুত্ব স্থাপনসহ নানা চমক। সবাই সন্ধ্যাটি দারুণভাবে উপভোগ করেছেন।”
বিজ্ঞাপন