হৃতিকের শুটিংয়ের ছবিতে ভক্তদের হৈচৈ
শাহরুখ, আমির বা অক্ষয়রে পরবর্তী প্রজন্মের মধ্যে হৃতিক রওশন শীর্ষ জনাপ্রিয় নায়ক। সিনেমায় তার অভিনয় ও স্টাইল ভিন্ন মাত্রা যোগ করেছে ক্যারিয়ারে। তাই ভক্তদের উন্মাদনাও তাকে ঘিরে অনেক। সেই প্রমাণ পাওয়া গেল আবারও।
মহামারি করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেতা। সামাজিক মাধ্যম ছাড়া কোথাও পাওয়া যেত না তাকে। এবার ঘর থেকে বেরিয়ে কাজের নতুন খবর দিলেন হৃতিক। সামাজিক মাধ্যমে এক সেলফি পোস্ট করে লেখেনে, ‘সেটে ফিরলাম’।
বিজ্ঞাপন
ছবি পোস্টের পর থেকে রীতিমত হৈচৈ পড়ে গেছে ভক্তদের মাঝে। অল্প সময়ে লাইক ছাড়িয়েছে এক মিলিয়ন। ছবিতে এলোমেলো চুলে দেখা যায় হৃতিককে। পরনে ছিল টি-শার্ট ও ওপরে কালো জ্যাকেট।
স্টাইলিশ এই লুক দেখে ভক্তরা বেশ আনন্দিত। পোস্টে মন্তব্যের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানা যায়। শুধু সাধারণ ভক্তরাই নয়, অভিষেক বচ্চনও হৃতিকের এই ছবিতে মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
কোন সিনেমার শুটিং করছেন হৃতিক। সেই তথ্য জানা যায়নি। তবে সম্প্রতি বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায় প্রীতি জিনতা প্রযোজিত এক সিরিজে অভিনয় করবেন তিনি। ডিজনি প্লাস হটস্টারের নতুন একটি ওয়েব সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন এই বলিউড সুন্দরী।
প্রখ্যাত লেখক জন লে ক্যারের উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’র ওপর নির্মিত এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য হৃতিকও সম্মত ছিলেন শুরু থেকে। সিরিজটি রচনা এবং পরিচালনা করবেন সন্দীপ মোদী।
গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি হৃতিকের। ২০১৯ সালে তার দুটি সিনেমা ব্ক্স অফিসে সুপারহিট হয়। সিনেমাগুলো ‘ওয়ার’ ও ‘সুপার থার্টি’।
এমআরএম