জাহ্নবির ৩৯ কোটি রুপির ফ্ল্যাট
বলিউডের অনেক তারকার শখ বিলাসবহুল বাড়ি। বিভিন্ন সময় বাড়ির অন্দরমহলের ছবি প্রকাশ্যে আসে। আবার নতুন বিলাসবহুল বাড়ি কেনার সংবাদেও আসেন অনেকে। তবে নতুন তারকাখ্যাতি পাওয়া কেউ যদি এমন খবরের শিরোনাম হন, তাহলে কিছুটা চমকে যাওয়ার কথা।
এমনই চমকে দেয়ার খবর দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর। মুম্বইয়ের জুহুতে ৩৯ কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনলেন তিনি। ১৫, ১৬ ও ১৭ তলা মিলিয়ে ট্রিপলেক্স ফ্ল্যাট জাহ্নবির।
বিজ্ঞাপন
গত বছর ডিসেম্বরে ৭৮ লাখ রুপি দিয়ে ফ্ল্যাটের রেজস্টিশন করেন জাহ্নবি। তিন তলা জুড়ে থাকা অ্যাপার্টমেন্টের জায়গা ৩,৪৫৬ স্কয়ারফুট। তাকে ৬টি গাড়ি পার্কিয়ের জায়গা দেয়া হয়েছে। জাহ্নবীর প্রতিবেশি বলিউডের অনেক তারকা। এরমধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অনিল কাপুর হৃত্বিক রওশন।
শ্রীদেবী মারা যাওয়ার পর বলিউডে প্রবেশ করেন জাহ্নবি। এখন পর্যন্ত ঝুলিতে রয়েছে মাত্র তিনটি সিনেমা। আর এরইমধ্যে বিশাল ফ্ল্যাটের মালিক এই বলিউড সুন্দরী।
বিজ্ঞাপন
‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন জাহ্নবি কাপুর। প্রথম সিনেমাই বক্স অফিসে হিট করে। এছাড়া বেশ প্রশংসা কুড়ান তিনি। অল্প সময়ে বলিউডে ভক্ত গড়ে উঠে তার। গত বছর ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমা দিয়ে আবারো আলোচনায় আসেনি তিনি।
কার্তিক আরিয়ানের সঙ্গে বর্তমানে প্রেম করছেন জাহ্নবি। মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির সিনেমা ‘দস্তানা টু’। সিনেমা মুক্তির আগেই সামাজিক মাধ্যমে তাদের ঘোরাঘুরির ছবি ভাইরাল।
এমআরএম