কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন দক্ষিণী তারকা কমল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল থানায় অভিযোগ, সঙ্গে নিষিদ্ধ করা হয় অভিনেতার সিনেমাও।

ছবিটি মণিরত্নম পরিচালত ‘ঠাগ লাইফ’, যেটি মূলত কর্ণাটকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কর্ণাটকে রয়েছে কমল হাসানের অসংখ্য ভক্ত। তারাই এবার গড়লেন অনন্য নজির।

ভারতীয় গণমাধ্যমের খবর, কমল হাসানের সেই ছবিটি দেখতে ব্যাঙ্গালুরু থেকে ৪২ কিমি দূরে হোসুর নামে এক স্থানের সিনেমা হলে যান তারা। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই মুহূর্ত।

বৃহস্পতিবার ‘ঠাগ লাইফ’ মুক্তি পাওয়ার সঙ্গেই সামাজিক মাধ্যমে সেই ভক্তদের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায়, তারা থিয়েটারের বাইরে একরকম উৎসব পালন করছেন, ছবির রিভিউ দিচ্ছেন। থিয়েটারের বাইরে ভক্তদের আনন্দে বাজি পোড়ানোর দৃশ্যও দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে তারা লিখেছেন, ‘কর্ণাটকে ঠাগ লাইফ নিষিদ্ধ, কিন্তু কেউ কমল হাসনের প্রতি আমাদের ভালোবাসা থামাতে পারবে না। ব্যাঙ্গালুরুর সকল ভক্ত হোসুরের সিনেমা হলে জড়ো হয়েছেন।’

‘ঠাগ লাইফ’ ছবিতে অভিনয় করেছেন কমল, সিলাম্বরাসন টিআর, ত্রিষা কৃষ্ণন, অভিরামী, ঐশ্বরিয়া লেক্সমি, অশোক সেলভান, জোজু জর্জ, নাসার, আলি ফজল, রোহিত সারাফ এবং বাবুরাজ প্রমুখ

ডিএ