ছোটবেলা থেকেই গান ভালোবাসেন সংগীতশিল্পী আফিরা কায়লা রিফা। এর আগেও একাধিক গান উপহার দিয়েছিলেন তিনি। ভারতীয় গায়ক রূপঙ্কর বাগচীর সঙ্গে তার গাওয়া ‘ঝড়ো হাওয়া’ অনেকেরই প্রশংসা কুড়ায়।

এবার এই বৃষ্টির মধ্যেই গায়িকা আফিরা কায়লা রিফা নিয়ে এসেছেন নতুন গান ‘জলে ভেজা অভিমান’। মঙ্গলবার (৮ জুন) দুপুরে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত টিটু।

কলকাতার হারমোনি স্টুডিওতে সংগীতায়োজন করা গানটিতে বাজিয়েছেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন নন্দিত যন্ত্রশিল্পী। ভিডিও বানিয়েছেন কমল দাস।

আফিরা কায়লা রিফা বলেন, ‘অনেক দিন আগে আমরা গানটির কাজ শুরু করেছিলাম। তবে করোনা মহামারির কারণে এতদিন প্রকাশ করা যায়নি।  মেলোডি ধাঁচে গানটির দারুণ সুর ও সংগীত সংগীতায়োজন করেছেন অমিত ভাই। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে গাওয়া। আশা করি সবাই পছন্দ করবেন’

অমিত টিটু বলেন, ‘রিফার সঙ্গে কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। গানটির জন্য আমরা অনেক খেটেছি। শ্রোতারা পছন্দ করলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’

আরআইজে