জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। জন্মদিনে তাকে চমকে দিয়েছে তার মেয়েরা। রাত ১২টা বাজতেই মেয়েরা তাকে চমকে দেন সামাজিক মাধ্যমে জন্মদিন ছবি ও ভিডিও পোস্ট করে ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আমার মেয়েরা জন্মদিনের পার্টি আয়োজন করে চমকে দিয়েছে।’

বিশেষ এই দিনে শোবিজের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সামাজিক মাধ্যমে প্রিয় এই শিল্পীকে শুভেচ্ছা পৌঁছে দেন। সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘প্রিয় আঁখি শুভ জন্মদিন তোমাকে। দোয়া ও ভালোবাসা তোমার জন্য’

শফিক তুহিন লেখেন, ‌‘প্রিয় মুখ, প্রিয় বন্ধু ও প্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।সরল মনের সুন্দর হাসি হয়ে উঠুক শ্রোতাদের বেঁচে থাকার অক্সিজেন।’

জন্মদিনে পরিবারের সঙ্গে আঁখি আলমগীর

কণ্ঠশিল্পী পুতুল বলেন, ‘আঁখি আপু, গোপন ভালোবাসায় আমি বিশ্বাসী নই। ভালোবাসতে হবে পৃথিবীকে জানিয়ে। আপনি সেভাবে ভালোবাসতে জানেন। নিভৃত অনুরাগে বিশ্বাসী নই। অনুরাগের বহিঃপ্রকাশ হতে হবে উচ্চকিত। আপনি সেভাবে অনুরাগের কথাগুলো বলতে পারেন। বাহ্যিক সৌন্দর্যে বিশ্বাসী নই। ভিতর আর বাহিরের উপচে পড়া সৌন্দর্যকে আমি সুন্দর বলি। আপনি সেই সুন্দর। লোকের জন্য লোক দেখানো কল্যাণে বিশ্বাসী নই। কল্যাণ চাইতে হবে হৃদয় থেকে, করতে হবে উজাড় করে। আপনি সেই কল্যাণকামী।’

তিনি আরো লেখেন, ‘আপনার মনকাড়া হাসি, মানবিক হৃদয়, মোহনীয় ব্যক্তিত্ব, ঝলমলে উপস্থিতি, স্বাধীনচেতা মানসিকতা, লড়াকু জীবনযাপন, অসাধারণ জীবনবোধ, আর অপ্রতিদ্বন্দী পারফর্মেন্স আমাকে অনুপ্রাণিত করে। আপনাকে ভালোবাসার আরো অসংখ্য কারণ বলতে পারবো, তাতে লেখার দৈর্ঘ্য বাড়বে। বাকি কথাগুলো না হয় তোলা থাক আগামীর জন্য। শুভ জন্মদিন, এক এবং অদ্বিতীয় আঁখি আপু।

এমআরএম