নুসরাত বিতর্কের মধ্যেই নিখিলের পোস্ট
নুসরাত-নিখিলের সম্পর্ক এখন টালিগঞ্জের টিনসেল টাউনের অন্যতম চর্চার বিষয়। মামলা গড়িয়েছে দেওয়ানি আদালত পর্যন্ত। এরই মধ্যে নিখিলের সঙ্গে বিয়ের সম্পর্ক অস্বীকার করে বিবৃতি দিয়েছেন নুসরাত। পাশাপাশি নিখিল তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন বলে অভিযোগও করেছিলেন।
অন্যদিকে নিখিল আবার নিজের বিবৃতিতে দাবি করেছেন, তিনি নুসারতের বাড়ির ঋণ পরিশোধে টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত দেননি অভিনেত্রী। নিজেকে প্রতারিত বলেও দাবি করেছিলেন নিখিল।
বিজ্ঞাপন
নানা বিতর্কের মধ্যে ইনস্ট্রাগ্রাম প্রোফাইলে নিজের ছবি পোস্ট করে নিখিল জৈন লেখেন, ‘বৃষ্টি ছাড়া কোনো সৃষ্টিই হয় না, ঝড়কে নিজের জীবনে আপন করে নিতে শেখো।’ কিন্তু কী মনে করে এমন পোস্ট নিখিলের? অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনের এই ঝড়কেই মনে হয় নিজের পোস্টে আপন করে নেওয়ার কথা বলেছেন নিখিল। এর মাধ্যমেই যেন নিজেকে সান্ত্বনা দিয়েছেন নুসরাতের এ সাবেক সঙ্গী।পাশাপাশি শরীরচর্চায়ও মন দিয়েছেন নিখিল জৈন। প্রায়দিনই নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে, ‘সন্তানসম্ভবা’ নুসরাত জাহান নিজের ছবি আপলোড করে ভালবাসার বার্তা দিয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আশা, ভালবাসা আর খুশির বীজ রোপণ কর।’
জানা গেছে, সেপ্টেম্বর মাসে প্রথম দিকেই কলকাতার বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরাত জাহান। কিছুদিন আগেই তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। নুসরাতের সঙ্গে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীও। নুসরাতের সন্তানের বাবা তিনি নন, একথা আগেই জানিয়েছিলেন নিখিল। তাহলে কি অভিনেতা যশ দাশগুপ্তর সন্তানের জন্ম দিতে চলেছেন এ অভিনেত্রী? এমন প্রশ্নই সেই সময় উঠেছিল বিভিন্ন মহলে।
এসকেডি