বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'কান্তারা চ্যাপ্টার ১'। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড।

তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে 'Kantara Chapter 1'-এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন।

শুধু প্রবেশ করাই নয়, নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকের মতো করে হাত-পা নেড়ে হলে নাচানাচি করতে থাকেন এবং উপরে-নিচে ওঠানামা করতে শুরু করেন।

তার এই অপ্রত্যাশিত আচরণে হলভর্তি দর্শক চমকে যান। যদিও কিছু মানুষ এটিকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসেবে দেখছেন, তবে দ্রুতই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার জন্ম দেয়। ভক্তদের এমন 'দাইভা সেজে ঢোকা' মেনে নিতে পারেননি অনেকেই।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য মানুষ মনে করছেন, 'দাইভা' কোনো সাধারণ চরিত্র নয় যে যে কেউ এর বেশ ধারণ করতে পারে। 

এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার, যা কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের এবং দীর্ঘকাল ধরে কঠোর অনুশাসন মেনে চলা লোকেরাই করতে পারেন। তাছাড়া এই ধরনের আচার-অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট পরিবেশ দরকার, সিনেমা হলের ভেতর এমন করা একেবারেই উচিত নয়।

এমআইকে