কঠিন সময়ে যেভাবে নিজেকে ভালো রাখছেন নুসরাত
জীবনের কঠিন সময় পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। মা হওয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে তার জীবনে। অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, তার মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি। নুসরাত-নিখিল জৈন-যশ ত্রিমুখী ঘটনার সুরাহা হয়নি এখনও।
এমন সময়ে কীভাবে নিজেকে ঠিক রাখছেন নুসরাত? অভিনেত্রী জানিয়েছেন গৌর গোপাল দাসের কথায় মনোবল খুঁজে নিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৯ জুন) ইনস্টাগ্রামে ১০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন নুসরাত। সেখানে জীবনকে সহজ করে তোলার উপায় বলেছেন তিনি। তার কথায়, ‘জীবন কখনই সহজ নয়। জীবনকে সহজ করে নিতে হয়। কখনও কিছু জিনিসের সঠিক পরিবর্তন ঘটিয়ে, আবার কখনও কয়েকটি জিনিস এড়িয়ে গিয়ে তা করা সম্ভব।’
গৌর গোপাল দাস তার কথার মাধ্যমে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছেন। অনলাইনেও তার অসংখ্য অনুসারী। ইনস্টাগ্রাম এবং ইউটিউব মিলিয়ে তার অনুসারীর সঙ্গে ৬০ লাখেরও বেশি। অতীতেও নুসরাত এই বক্তার ভিডিও নিজের স্টোরিতে শেয়ার করেন।
বিজ্ঞাপন
সন্তানসম্ভবা হওয়ার খবর বের হওয়ার পরেই অসংখ্য ট্রোল, মিম ধেয়ে আসে সাংসদ-অভিনেত্রীর দিকে। কিন্তু প্রতিকূল সময়ও তিনি অবিচল। কোনো খারাপ কথার প্রভাব পড়তে দেননি নিজের ওপর। তবে কী তিনি গৌর গোপালের কথা মতোই জীবনের নেতিবাচক দিকগুলি ‘এড়িয়ে’ গিয়ে নিজেকে ভালো রাখছেন?
আরআইজে