গায়িকাকে বিকৃত ছবি দেখিয়ে হেনস্তা, খুনের হুমকি!
দক্ষিণ ভারতীয় সংগীতশিল্পী ও ডাবিং শিল্পী চিন্ময়ী শ্রীপদা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। সামাজিকমাধ্যমে এক অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে তাকে বিকৃত নগ্ন ছবি পাঠানো হয় এবং বিভিন্ন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার। ঘটনার পর পুরো পরিবার মানসিক চাপে রয়েছে বলে জানান এই শিল্পী।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে চিন্ময়ী জানান, অজ্ঞাত সেই ব্যক্তি শুধু অপমানজনক ছবি পাঠিয়েই থেমে থাকেনি, বরং লাগাতার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি তার দুই সন্তানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত তার স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের একটি মন্তব্যকে ঘিরে। নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারে রাহুল জানান, মঙ্গলসূত্র পরা ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত; নারীর মতো পুরুষের জন্যও সমাজে বাধ্যতামূলক কোনো প্রতীক থাকা উচিত নয়। এই মন্তব্যকে ঘিরেই একাংশের বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়।
মিটু আন্দোলনের সময়ও নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছিলেন চিন্ময়ী। সে সময় তিনি গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। বর্তমান ঘটনা তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকেই।
বিজ্ঞাপন
ডিএ