যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এখন স্থায়ীভাবেই থাকছেন বাংলাদেশের সংগীতশিল্পী জন কবির। রোববার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জন কবির। তাতে দেখা যায়, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে গিটার বাজিয়ে পারফর্ম করছেন শিল্পী, সঙ্গে গানটি গাচ্ছিলেন রুহিন হোসেন। 

জানা গেছে, কুইন্সে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন ঠিকানা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে জোহরান মামদানির সামনে প্যানিক অ্যাট দ্য ডিসকো ব্যান্ডের ‘হাই হোপস’ গান পরিবেশন করেন জন, রুহিনরা।

ভিডিওতে আরও দেখা যায়, তাদের এই আয়োজন বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছিলেন জোহরান মামদানি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জন কবির বলেছেন, জোহরান মামদানি খুবই অসাধারণ একজন মানুষ;  মনে হচ্ছিল, ভাই–ব্রাদারের সামনে বাজাচ্ছি।

জন কবির ভিডিওটি প্রকাশ করার পর তা ছড়িয়ে যায়; সামাজিক মাধ্যমে তৈরি হয় বেশ আলোচনা। বিশেষ করে, মামদানির এই সাংস্কৃতিকমনা ব্যক্তিত্বের প্রশংসা করেছেন নেটিজেনরা।

গত শনিবার আয়োজিত ৪০ মিনিট ধরে চলা এই অনুষ্ঠানে যদিও মামদানির সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পাননি জন। তবে এই শিল্পী জানিয়েছেন, মামদানির সঙ্গে ভবিষ্যতে কিছু কাজ করবেন বলে পরিকল্পনায় রেখেছেন।

ডিএ