এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত কাজ ‘সাবা’। এই সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেহজাবীন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবীন জানান, ‘সাবা’ কোনো সাধারণ গল্প নয়; এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। তিনি লিখেছেন, ‘সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে।’
বিজ্ঞাপন
বর্তমানে শীতের আমেজ আর ছুটির মৌসুম চলছে। এই অলস সময়টাকে আরও আনন্দময় করে তুলতে মেহজাবীন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচই-এ সাবা দেখুন।’
দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তুলে এই অভিনেত্রী আরও বলেন, ‘এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘সাবা’ সিনেমাটি নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। এতে মেহজাবীনের পাশাপাশি আরও অনেক দক্ষ অভিনয়শিল্পী কাজ করেছেন। জীবনঘনিষ্ঠ গল্পের সাবলীল উপস্থাপনের কারণে মুক্তির পর থেকেই ওটিটিতে দর্শকনন্দিত হচ্ছে কাজটি। মেহজাবীনের এই পোস্টের পর অনুরাগী ও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে।
এমআইকে