বিলিয়নেয়ারের তালিকায় নাম লেখালেন বিয়ন্সে
প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় উঠল বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সের নাম। সম্প্রতি ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস এই শিল্পীকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের হিসেবে ঘোষণা করেছে। খবর বিবিসির।
ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) বেশি সম্পদের মালিক। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র্যাপার জে-জি।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার; তার সফল ক্যারিয়ারের সুবাদে শিগগিরই বিলিয়নেয়ারের সীমা অতিক্রম করবেন। সেই পূর্বাভাসই এবার বাস্তবে রূপ নিল।
২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে প্রায় ৬০ কোটি ডলার আয় হয়, যা তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই ট্যুরের কনসার্ট নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার পান বিয়ন্সে। সব মিলিয়ে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ রয়েছে এই মার্কিন পপ তারকার।
বিজ্ঞাপন
ডিএ