‘সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (SAB) সমগ্র বাংলাদেশের সকল ধারার পেশাদার শিল্পীদের এই সংঘের সদস্য হবার আমন্ত্রণ জানাচ্ছে । ইতোমধ্যে যে সকল শিল্পী অন্যান্য শিল্পী সংগঠনের সদস্য হিসেবে যুক্ত আছেন তারাও এই সংঘের সদস্য হতে পারবেন। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আগ্রহীরা SAB এর ফেসবুক পেইজে  (www.facebook/SjngersAssocianOfBangladesh) ইনবক্স করে অথবা singersassociationbd@gmail.com এই ঠিকানায় ইমেইল করে ফর্ম পাঠাবার অনুরোধ জানাতে পারবেন ।

উল্লেখ্য, বাংলাদেশের সংগীত অঙ্গনের সকল ধারার কণ্ঠশিল্পীদের সর্বোচ্চ মঞ্চ হিসেবে গেল বছর গঠিত হয়েছিল ‘সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। সম্প্রতি চূড়ান্ত হয়েছে সংগঠনটির নেতৃত্ব। সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ। সহ-সভাপতি তপন চৌধুরী ও সামিনা চৌধুরী ।

‘গীতিকবি সংঘ’ (LAB) ও ‘মিউজিক কম্পোজার্স সোসাইটি অব বাংলাদেশ’ (MCSB) এর সঙ্গে মিলে ‘সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (SAB) সংগীতের শিল্পী কুশলীদের আর্থিক ও নৈতিক অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবে।

গত এক বছরে তিন সংগঠন যৌথভাবে সুনির্দিষ্ট ১৭ দফা দাবি প্রস্তাব করেছে, এ বিষয়ে অনেকগুলো যৌথ সভার মাধ্যমে সরকারের কাছে সকল তথ্য উপাত্ত প্রদান করেছে এবং গত ২ জুন, ২০২১ তারিখে জাতীয় আর্কাইভ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ (এমপি) এর সঙ্গে সংগীতের তিন সংগঠন ১৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সভা করেছে । 

শিল্পীদের অধিকার ও পাওনা সঠিকভাবে বুঝে পেতে ‘সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (SAB) বদ্ধ পরিকর।

আরআইজে