১০ দিনে শুটিং শেষ কার্তিকের, পারিশ্রমিক ২০ কোটি রুপি
বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিশ্রম বাইরে থেকে না এলে বোঝা যায় না। কারণ তারকাদের সন্তানরাও তারকা এখানে। আর তাদের জন্য আগে থেকে তৈরি থাকে সবকিছু। আর গণ্ডির বাইরে থেকে আসা তারকাদের শুরুতে হয় বেহাল দশা। সেখান থেকে নিজেকে প্রমাণ করে হতে হয় একজন শাহরুখ খান বা অক্ষয় কুমার।
সেই পথে হাঁটছেন কার্তিক আরিয়ান। ক্যারিয়ারের শুরুতে অভিনয় করেছেন কম বাজেটের সিনেমায়। পারিশ্রমিকও ছিল কম। কিন্তু ধীরে ধীরে বলিউডের হার্টথ্রব নায়ক হয়ে উঠেন কার্তিক। আর পারিশ্রমিকও বেড়েছে কয়েক গুণ।
বিজ্ঞাপন
সম্প্রতি জানা যায়, একটি সিনেমায় ১০ দিনের শুটিংয়ের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ‘ধামাকা’ সিনেমায় এমন পারিশ্রমিক নিয়ে শুরু হয় আলোচনা। ৪০-৫০ দিনের শুটিংয়ের যিনি নিতেন ৫-৬ কোটি রুপি। সেই তারকার পারিশ্রমিক বেড়ে হয়েছে ২০-২৫ কোটি রুপি।
‘ধামাকা’ সিনেমায় নতুন এক কার্তিক আরিয়ানকে দেখতে পাবে দর্শক। রোমান্টিক ইমেজ ভেঙে নিজেকে তৈরি করেছেন অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমার জন্য। নতুন লুক প্রকাশ্যের পর থেকে ভাইরাল হয়ে যায়। ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।
বিজ্ঞাপন
রাম মাদভানি পরিচালিত ‘ধামাকা’ সিনেমার শুটিং হয়েছে একটি হোটেলে। সেখানে সবার থাকার ব্যবস্থাও করা হয়। আর বাইরের শুটিং সেরে ফেলে আশেপাশে। এতে শুটিংও শেষ হয়ে গেছে দ্রুত। কোরিয়ান সিনেমা ‘দ্য টেরর লাই’-এর রিমেক ‘ধামাকা’।
উল্লেখ্য, সম্প্রতি ইরোজ ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কার্তিক আরিয়ান। এর জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৭৫ কোটি রুপি। সেই হিসেবে প্রতিটি সিনেমার জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
এমআরএম