ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পরপর তিন ম্যাচ হারিয়ে অজিদের ঘায়েল করেছে টাইগারবাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে অবশ্য বাংলাদেশ পরাজিত হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।

ইতোপূর্বে সিরিজ জয় নিশ্চিত করে ফেললেও শেষ ম্যাচটির প্রতিও টাইগার ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রত্যাশার জাল বুনছেন সকলেই। খেলার প্রাক্কালে বাংলাদেশ দলের অসাধারণ নৈপুণ্য নিয়ে ঢাকা পোস্ট-এর সঙ্গে আলাপ করেছেন সংগীত তারকা আসিফ আকবর। যিনি নিজেও এক সময় বিভাগী পর্যায়ের ক্রিকেট খেলতেন। দেশের ক্রিকেট নিয়ে তাই আসিফের ভালোবাসা, আগ্রহ বরাবরই বেশি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের বিষয়ে আসিফ বলেন, ‘আমাদের ইয়াং টাইগাররা অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলেছে, এটাই বড় ব্যাপার। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সি অসাধারণ। আমি যতদিন ক্রিকেট খেলা দেখি, গাজী আশরাফ হোসেন লিপুর পর বাংলাদেশের সেরা ক্যাপ্টেন মনে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শেখ মেহেদীকে দিয়ে তৃতীয় ম্যাচটা বের করে আনল। এই যে ম্যাচ প্ল্যানিংয়ে মাহমুদউল্লাহ পদক্ষেপগুলো, এগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। তাকে (মাহমুদউল্লাহ) আমি ক্যারিয়ারের শুরু থেকেই চিনি। মিস্টার কুল।

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার প্রসঙ্গে আসিফ বলেন, ‘কোনো জার্সি গায়ে যখন কোনো দল নামে, সেটা বিবেচ্য নয়; বরং খেলার ফলাফলই আসল। সে হিসেবে বাংলাদেশের ইয়াং টাইগাররা গত ৫০ বছরের মধ্যে সেরা আনন্দ দিয়েছে এই সিরিজে। এই দলটাই আমাদের আসল দল। আরও কয়েকজন যুক্ত হবে।

দলের মনোভাব নিয়ে আসিফের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজে দলের মধ্যে যে আগ্রাসী মনোভাবটা ছিল, সেটা ধরে রাখতে হবে। নিজেদের অস্ট্রেলিয়া নয়, তার চেয়ে বড় মনে করে খেলতে হবে। পরাজয়ের পর ভাবতে হবে, অস্ট্রেলিয়া শক্তিশালী বাংলাদেশকে হারিয়েছে।’

তরুণ খেলোয়াড়দের প্রতি আশাবাদ ব্যক্ত করে আসিফ বলেন, ‘বাংলাদেশ চেজ করেও জিতে দেখিয়েছে, আবার ডিফেন্ড করেও জিতেছে। অল্প রানকে পুঁজি করেই জিতেছে। প্রথম তিনটা ম্যাচেই বাংলাদেশের ম্যাচিওরিটি প্রকাশ পেয়েছে। দলের সিনিয়র প্লেয়াদের সঙ্গে তাল মিলিয়ে মেহেদি, আফিফ, সোহান, শরিফুলরা অসাধারণ খেলেছে। তারাই ভবিষ্যতে দলের কাণ্ডারি হবে।’

আজকের ম্যাচ নিয়ে আসিফ বলেন, ‘সিরিজ তো আমরা জিতে গেছি। তাদের পারফর্মেন্সে আমি খুশি। আজ জিতলে আরও খুশি, তবে হারলেও সমস্যা নেই। কেবল আগ্রাসী মনোভাব আর আত্মবিশ্বাস ধরে রাখলে এই ম্যাচেও জিতে যাবে।’

কেআই/আরআইজে