বিক্ষোভের মুখে কৃষকদের সমর্থন জাহ্নবির
শুটিং সেটে বিপাকে পড়লেন জাহ্নবি কাপুর। বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েকজন বিক্ষোভকারী কৃষক। শুটিং চলাকালীন ঢুকে পড়েন তারা। পাঞ্জাবে ‘গুড লাক জেরি’ সিনেমার সেটে এমনটা ঘটে। সেখানে কৃষকরা দাবী জানান, কৃষকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিতে হবে জাহ্নবিকে। এমন পরিস্থিতে হতবম্ব এই অভিনেত্রী।
পরবর্তীতে প্রোডাকশনের সবাই বুঝিয়ে বের করেন কৃষকদের। তাদের আশ্বাস দেন পরবর্তীতে বিবৃতি দেবেন জাহ্নবি। ঘটনার পর বিবৃতি দিতে দেরি হলো না শ্রীদেবী কন্যার। ইনস্টাগ্রামে পোস্ট করে এই তারকা লেখেন, ‘কৃষকরাই দেশের হৃদয়। আমাদের তাদের সম্মান করি। কারণ দেশের মানুষকে খাওয়ানোর জন্য তাদের ভূমিকা রয়েছে। আশা করি, কৃষকদের সমস্যার সমাধান দ্রুত হবে। যাতে তাদের লাভ হয়।'
বিজ্ঞাপন
জাহ্নবির ক্যারিয়ারের পঞ্চম সিনেমা ‘গুড লাক জেরি’। এটি প্রযোজনা করছেন আনন্দ এল রাই। পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। চলতি বছরের সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, কৃষকদের বিক্ষোভ চলছে অনেকদিন ধরে। হাজার হাজার কৃষকের আন্দোলন করছেন পুরো ভারেতে। আগামী প্রজন্মের চিন্তায় ক্ষুব্ধ কৃষকরা ভীড় জমিয়েছেন রাজধানীর রাজপথে। এ নিয়ে পুলিশ বাহিনী নেমেছে রাস্তায়।
বিজ্ঞাপন
এমআরএম