নাম আরিয়ানা সঈদ, এতোদিন খোলামেলা পোশাকেই গোটা দেশে দাপিয়েছেন। তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা। তালেবান থেকে বাঁচতে কোনোরকম দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছেন এই আফগান পপ তারকা।

এতদিন খোলামেলা পোশাকেই দিব্যি ঘুরেছেন, বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। শুধু তাই নয়, দেশের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কাজ করেছেন। ‘দ্য ভয়েস অফ আফগান’ গানের অনুষ্ঠানে বিচারকও ছিলেন আরিয়ানা।

দীর্ঘ ২০ বছর ধরে যেসব আফগান মহিলা নারী স্বাধীনতার জন্য সুর চড়িয়েছেন, মেয়েদের পথ দেখিয়েছেন তাদেরই একজন পপ তারকা আরিয়ানা সঈদ। তিনি বরাবরই নির্ভীক।    

কিছুদিন আগেই একটি মার্কিন উদ্ধারকারী বিমানের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। ওই বিমানে করেই দেশ ছেড়েছেন বহু আফগান নাগরিক। সেই দলে সামিল হয়েছিলেন আরিয়ানাও। পরে অবশ্য সেখান থেকে ইস্তাম্বুলে যাওয়ার কথা নিশ্চিত করেন আফগান পপ তারকা।

অনুরাগীদের উদ্দেশ্যে আরিয়ানা জানান, আমি ভালো আছি এবং বেঁচে আছি। কয়েকটি রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। ইস্তাম্বুলে যাওয়ার জন্য আমরা শেষ বিমানের অপেক্ষায় রয়েছি।

জন্ম আফগানিস্তানে হলেও আরিয়ানার জীবনের বেশিরভাগ সময় কেটেছে সুইজারল্যান্ড ও লন্ডনে। সেই সূত্রেই পাশ্চাত্য ভাবধারায় বড় হয়েছেন আরিয়ানা।

ওএফ