গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে গান প্রকাশ করে যাচ্ছে ব্যান্ড ‘মেঘদল’। ব্যান্ডের অন্যতম দুই সদস্য শিবু কুমার শীল ও আমজাদ হোসেন মিলে এবার তৈরি করলেন বিশেষ একটি গান। যার শিরোনাম ‘কে ডেকে যায়’। এবারই প্রথম ব্যান্ডের বাইরে গিয়ে কোনো গান করলেন তারা।

যৌথভাবে গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মাহী ফ্লোরা। কণ্ঠ ও ভিডিও নির্মাণে যথারীতি শিবু নিজেই। আর সেটির সুর-সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। প্রযোজনা করেছে তারই প্রতিষ্ঠান তালকাচারী।

আমজাদ হোসেন বলেন, “মূলত একটি চিরকালীন প্রেমানুভূতির গান ‘কে ডেকে যায়’। অনেক আগেই গানটির সুর করেছিলাম। কিন্তু গাওয়ার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না। বারবার শুধু শিবু কুমার শীলের কথা মাথায় আসছিল! অথচ ব্যান্ডের বাইরে তিনি কখনও গান করেননি। কিন্তু এই গানটি গেয়েছেন ভালোলাগা-ভালোবাসার জায়গা থেকে।”

আমজাদ হোসেন আরও জানান, এতদিন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কভার গান প্রকাশ করেছিলেন। এই প্রথম নিয়ে আসছেন মৌলিক গান। আগামী ২ সেপ্টেম্বর তালকাচারীর ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

মজার বিষয় হলো গানটিতে ব্যাঞ্জো ও ক্লারিনেট বাজিয়েছেন মেঘদলেরই অন্য দুই সদস্য এম জি কিবরিয়া ও সৌরভ সরকার।

আরআইজে