টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এখনো পর্যন্ত মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

সন্তান প্রসবের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, রোববার (২৯ আগস্ট) বাসায় ফিরে যেতে পারবেন নুসরাত। সে হিসেবে আজ বাসায় ফেরার কথা। কিন্তু ফিরছেন না নুসরাত। তিনি আরও দিন দুয়েক থাকতে চাচ্ছেন হাসপাতালে।

নুসরাতের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার রাজীব আগারওয়াল বলেছেন, ‘মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। কোনও শারীরিক সমস্যা নেই। কিন্তু যেহেতু নুসরাত একা হাতেই ছেলেকে দেখভাল করছেন, তাই তিনি আরও এক-দুদিন সময় চেয়েছেন। হাসপাতালে থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে বাচ্চার দেখভালের খুঁটিনাটি শিখে নিতে চান। আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন নুসরাত।’

এদিকে নুসরাত হাসপাতালে একা নন। তার সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। অবশ্য নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ছায়াসঙ্গী হয়ে আছেন তিনি। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন এ অভিনেতা। সবার ধারণা, নুসরাতের এই সন্তানের পিতা যশ। তবে তারা কেউই এ বিষয়টি স্পষ্ট করেননি।

প্রসঙ্গত, নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে বিয়ের পর এক বছর টিকেছিল দাম্পত্য জীবন। এরপর যশের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিভিন্ন সময় তাদেরকে একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন এই তারকাদ্বয়।

কেআই