সুনেরাহ বিনতে কামাল। ছবি : ফেসবুক

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু তার। প্রথম সিনেমাতেই সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক জমা পড়লো ক্যারিয়ারের ঝুলিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। 

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার (১৭ জানুয়ারি) বসে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। সেখানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সুনেরাহ। এত অল্প সময়ে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তিনি। তবে মন খানিকটা খারাপ। 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন সুনেরাহ বিনতে কামাল

কারণ হিসেবে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘অবশ্যই এই পুরস্কার আমার জন্য অনেক বড় কিছু। ঘোষণার পর থেকে অপেক্ষায় ছিলাম কবে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করবো। সেই অপেক্ষা শেষ হলো। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়া হলো না। এজন্য কিছুটা মন খারাপ।’

২০১৯-এর আলোচিত সিনেমা ‘ন ডরাই’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬টি বিভাগে জয়ী পায় সিনেমাটি। পুরস্কার পাওয়ার অনুভূতি সুনেরাহ ঢাকা পোস্টকে আরো বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানের সারাদিন দাত বের করেই ছিলাম। এমন দিন আর কখনো জীবনের আসবে কি-না জানি না। আনন্দে রাতে ঘুমাতে পারিনি। আমি কৃতজ্ঞ সিনেমার সঙ্গে যুক্ত সবার কাছে। আমাকে সুযোগ দেওয়া, আমার কাছ থেকে অভিনয়টা বের করে আনা। একজন নতুন সুনেরাহকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছে এই সিনেমা। বিশেষ করে দর্শকদের কথা বলতে হয়। তাদের যেই সহযোগিতা পেয়েছে তার ভোলার মত না।’

জাতীয় পুরস্কার হাতে সুনেরাহ বিনতে কামাল

প্রথম সিনেমার এতটা সফলতার পরেও এখন পর্যন্ত নতুন সিনেমায় দেখা যায়নি সুনেরাহকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সিনেমাটাই করতে চাই। যেহেতু একবার নিজেকে বড় পর্দায় দেখে ফেলেছি। সেই নেশা আমার কাটবে না। কিন্তু আমি দারুণ একটা গল্প চাই। যেখানে নতুন এক সুনেরাহকে দর্শক দেখবে। এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। কিন্তু আমার কাছে তেমন গল্প আসছে না। এজন্যই অপেক্ষা। তবে কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে জানাবো।’

এমআরএম