প্রথমবারের মতো প্লেব্যাক করলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭’ বিজয়ী শেখ ফারজানা তাসনিম সুমনা। সরকারি অনুদানের সিনেমা ‘রাসেলের জন্য অপেক্ষা’ দিয়ে এই মাধ্যমে তার অভিষেক হলো।

গানটির কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুরকার ও সংগীতায়োজনে ইমন সাহা। গত পরশু গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আর এই সিনেমাটি পরিচালনায় রয়েছেন নূর–ই–আলম।

সুমনা বলেন, ‘যখন থেকে গান শিখি তখন থেকেই স্বপ্ন ছিল সিনেমায় গাওয়ার। তবে এতদিন সুযোগ আসেনি। এবার প্রথমবারের মতো সুযোগটি এসেছে। আমি সাধ্যমত চেষ্টা করেছি ভালো গাওয়ার।’

সুমনা আরও বলেন, ‘আমাকে এই পথটি করে দিয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। আমি কিছুদিন আগে স্যারের সুরে একটি গানে কণ্ঠ দিই। স্যার আমাকে ইমন সাহা ভাইয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গানটির জন্য ইমন সাহা ভাইয়াকেও বড় একটা ধন্যবাদ জানাতে হয়।’

সুমনা আরও জানান, গানটি তিনি গেয়েছেন শিশুকণ্ঠে। গল্পের প্রয়োজনেই তাকে এভাবে গাইতে হয়েছে।

এদিকে, গানটি রেকর্ডিংয়ের পর সুমনার প্রশংসা করে তাকে শুভ কামনা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন ইমন সাহা। পুরো ব্যাপারটাইকে স্বপ্নের মতো মনে করছেন সুমনা। এই মাধ্যমে নিয়মিত গাইতে চান বলেও জানান তিনি।

আরআইজে