ঋত্বিক চক্রবর্তীকে ওয়েব সিরিজে দেখতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। যেখানে তার সমসাময়িক প্রায় সব অভিনেতাই এই প্লাটফর্মে নাম লিখিয়ে ফেলেছেন, তিনি আর বাকি থাকবেন কেন? অবশেষে ঋত্বিকও ওয়েবে যাত্রা শুরু করলেন। সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করেছেন তিনি। তারপরই অক্টোবরে রোহন ঘোষ পরিচালিত ‘মুক্তি’-র (সম্ভাব্য নাম) শুটিং শুরু করতে চলেছেন তিনি।

একসঙ্গে দুটি ওয়েব সিরিজে কাজ কি সচেতনভাবেই? ঋত্বিক বললেন, ‘অনেক সুযোগ আসছিল। কিন্তু মনের মতো চরিত্র পাচ্ছিলাম না বলেই ওয়েবে এতদিন কাজ করিনি। দুটি চরিত্রই আমার খুব পছন্দ হয়েছে। ‘গোরা’তে গোয়েন্দার ভূমিকায় রয়েছি। কিন্তু গোয়েন্দা বলতে আমরা যে রকম দেখি, চরিত্রটা তার চেয়ে অনেকটাই আলাদা। রোহনের ওয়েব সিরিজের চরিত্রটা নিয়েও আমি ভীষণ উত্তেজিত। ব্রিটিশ জেলারের ভূমিকায় অভিনয় করব আমি। প্রাক স্বাধীনতা পিরিয়ডের এ গল্পের স্টোরিলাইন মন ছুঁয়ে গেছে। বাংলায় এরকম ওয়েব সিরিজ এর আগে হয়নি।’

‘মুক্তি’তে ঋত্বিক ছাড়াও অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় রয়েছেন। অসমবয়সী এক দম্পতিকে দেখানো হবে গল্পে। সেখানে ঋত্বিকের বিপরীতে থাকছেন দিতিপ্রিয়া। চরিত্রটি সম্পর্কে দিতিপ্রিয়া বললেন, ‘রোহনের লেখা গল্পটি খুবই সুন্দর একটা জুটির। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়। এ মেয়েটি সেই সময়ের নিরিখে বেশ আধুনিক। সে ইংরেজি পড়তে চায়, রান্না করতে চায় না। তার স্বামী জেলের কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরে রান্না করে। এরকম একটা পিরিয়ড পিসে কাজ করার জন্য খুবই উত্তেজিত। আর প্রথমবার ঋত্বিকদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব শুনে আরও বেশি ভালো লাগছে।’

ভারতের মেদিনীপুরের পটভূমিকায় তৈরি গল্পটির শুটিংয়ে কোনো ফাঁক রাখতে চান না রোহন। সিরিজের জন্য যথেষ্ট রিসার্চ ওয়ার্কও করেছেন তিনি। আগামী ২৬ জানুয়ারি জি ফাইভে সিরিজটি দেখা যাবে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

এসএসএইচ